স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আজ রাতে দেশে ফিরছেন। জানা গেছে, সন্ধ্যা নাগাদ বিমানবন্দরে পৌঁছুতে পারেন তিনি। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।
সেখানে ২য় কন্যা সন্তানের মুখ দেখেন তিনি। প্রায় ৬ মাস পর এবার দেশে ফিরছেন সাকিব। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গেল বছরের ২৯ অক্টোবর সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা কাটবে মাসদুয়েক পর।
তার আগে ম্যাচ ফিটনেস ফিরে পেতে আবারো অনুশীলন শুরু করবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে, নিষেধাজ্ঞা থেকে ফেরার পরপরই যেন তিনি মাঠে ফিরতে পারেন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই যেন ফিরতে পারেন, সে লক্ষ্যে এখন থেকেই অনুশীলন শুরু করে দেবেন সাকিব। নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে তিনি অনুশীলন করবেন বিকেএসপিতে।