আজ ডা. রাজা মিয়ার ৩০তম মৃত্যুবার্ষিকী

bhawalnews.com

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৭ ফেব্রুয়ারী সোমবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী নিবাসী ভাওয়াল রাজার অধিন একমাত্র মুসলিম জমিদার মরহুম মেজবাহ্উদ্দিন আহম্মেদ খানের (আব্দু মিয়া) জ্যেষ্ঠপুত্র, বিশিষ্ট সমাজ সেবক, ফুলদী বাজার, জনতা উচ্চ বিদ্যালয় ও জি.এস দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষানুরাগী ডা. মুক্তাজুল হোসেন খানের (রাজা মিয়া) ৩০তম মৃত্যুবার্ষিকী।

 

Make the trade

এ উপলক্ষে রাজা মিয়া সমাজ কল্যাণ ট্রাষ্ট ও পরিবারবর্গ দিনব্যাপী কুরআনখানী, কবর জিয়ারত, মিলাদ মাহ্ফিল ও কাঙ্গালীভোজের আয়োজন করেছে। পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের উক্ত অনুষ্ঠানে শরিক হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, জনতা উচ্চ বিদ্যালয়, জিএস দাখিল মাদ্রাসা, স্থানীয় বাজার কমিটিসহ বিভিন্ন সংগঠন দোয়া ও মিলাদ মাহফিলের উদ্যোগ নিয়েছে।