টঙ্গী প্রতিনিধ: টঙ্গীতে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি’কে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানাপুলিশ। শনিবার রাতে পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো টঙ্গীর বড় দেওড়া এলাকার লাবু হাওলাদার(৩৮) ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকার আশা আক্তার(২৭)। এ সময় তাদের কাছ থেকে ৭৯ বোতন ফেনসিডিল জব্দ করা হয়।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, শনিবার রাতে টঙ্গীর বড়দেওড়া এলাকায় মাদক বেচাকেনার খবর পায় পুলিশ। পরে ওই এলাকার একটি বাড়ি থেকে মাদক কারবারি লাবু হাওলাদার (৩৮)কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে অনুযায়ী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আশা আক্তারকে গ্রেপ্তার করে। এ সময় আশা আক্তারের কাছ থেকে ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহ আলম গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।
Related Post:
দুই বান্ধবীকে অপহরণের পর একজনকে ধর্ষণ; আটক ৪