ক্রিস রককে চড় মারার জন্য ক্ষমা চাইলেন উইল স্মিথ

bhawalnews.com

 

নিউজ ডেস্কঃ জাঁকজমকপূর্ণ অস্কার প্রদান অন্ষ্ঠুানে কমেডিয়ান ক্রিস রককে চড় মারার জন্য সোমবার ক্ষমা চাইলেন অভিনেতা উইল স্মিথ। অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জেতা স্মিথ ইন্সটাগ্রামে লেখেন, ক্রিস- আমি প্রকাশ্যে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি নিয়ন্ত্রণের বাইরে ছিলাম এবং ভুল করেছি। আমি বিব্রত এবং আমার এ কর্মকান্ড আমি যা হতে চাই তা নির্দেশ করে না।

 

তিনি আরো বলেন, যে কোন ধরনের সহিংসতা বিষাক্ত এবং ধ্বংসাত্মক। গতরাতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ আমার আচরণ ছিল অগ্রহণযোগ্য ও অমার্জনীয়। স্মিথ বলেন, কৌতুক আমাদের কাজেরই অংশ। কিন্তু জেডার অসুস্থতা নিয়ে কৌতুক আমার কাছে অসহ্য ঠেকে এবং আবেগপ্রবণ হয়ে এর প্রতিক্রিয়া জানাই।

 

এদিকে স্মিথের ক্ষমা চাওয়ার আগে অস্কার প্রদান সংস্থা অ্যাকাডেমি অব মোশন পিকচার্স এন্ড সায়েন্সেস মর্মান্তিক এ ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরুর কথা জানিয়েছে।

 

অস্কার প্রদান অনুষ্ঠানে কমেডিয়ান ক্রিস রক স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথের কামানো মাথা নিয়ে রঙ্গ রসিকতা করেন। স্মিথ মঞ্চে গিয়ে রককে চড় মারেন। উল্লেখ্য, জেডা তার অসুস্থতার কারনে মাথা ন্যাড়া করেন।