পিস্তল হাতে ব্যাংকে হানা দিলেন এক নারী

 

নিউজ ডেস্ক : নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ তুলতে আবারও অস্ত্র হাতে নেয়ার মতো ঘটনা হলো লেবাননে। তবে এবার সত্যিকারের নয়, খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়েই ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করেন এক নারী। তুলে নেন টাকা। একই দিন, আরেকটি ব্যাংকেও ঘটে জিম্মির ঘটনা।

Make the trade

 

অর্থনৈতিক সংকটের জেরে ব্যাংক খাতে কঠোর নীতিমালা আরোপ করেছে লেবাননের সরকার। তাই নগদ অর্থ পেতে কেউ কেউ হয়ে উঠছেন সহিংস। বর্তমানে লেবাননে চরম আর্থিক তারল্য সংকট চলছে।

 

গ্রাহকদের ব্যাংকগুলো আমানতে অর্থ উত্তোলনে গড়িমসি করছে। তাই গ্রাহকরা কিছু ক্ষেত্রে সহিংস হয়ে উঠছে। তবে ঐ নারীর পিস্তরটি খেলনা পিস্তল ছিলো নিছক আতংক তৈরীর জন্য।