বিনোদন ডেস্ক : ফের প্রতারণার শিকার হয়েছেন পপ তারকা টেইলর সুইফট। বিগ মেশিন রেকর্ডের সঙ্গে টেইলর সুইফটের চুক্তি শেষ হয় ২০১৮ সালে। এর পরের বছর মালিকানা নেন স্কুটার ব্রাউন।
তখন থেকে টেইলর সুইফট ও ব্রাউনের সম্পর্ক খুব একটা ভালো নেই। স্কুটার ব্রাউন টেইলর সুইফটের প্রথম ৬টি অ্যালবামের মাস্টার কপি তার অনুমতি না নিয়েই বিক্রি করে দিয়েছেন। ৩০০ থেকে ৩৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে শ্যামরক হোল্ডিংস নামের একটি ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে অ্যালবামগুলো বিক্রি করা হয়েছে।
সুইফট জানিয়েছেন, তিনি শ্যামরক হোল্ডিংসের তরফ থেকে একটি চিঠি পেয়েছেন, যেখানে উল্লেখ করা হয়েছে তার গান, ভিডিও এবং অ্যালবাম আর্টের সত্ত্বাধিকারী এখন তারা। এর আগেও সুইফট এমন ঘটনার শিকার হয়েছিলেন।