‘টঙ্গী প্রেসক্লাব’ এর জরুরী সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

টঙ্গী প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী ‘টঙ্গী প্রেসক্লাব’ এর জরুরী সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার এর সভাপতিত্বে এ জরুরী সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

Make the trade

সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের পরিচালনায় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন সরকার, আবু তাহের, নির্বাহী সদস্য মাসুদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির রাজিব, কোষাধ্যক্ষ হাসান মামুন, বশির আলম, আল আমিন হোসেন, শেখ রাজিব হাসান ও গাজী মামুন প্রমুখ।

 

টঙ্গী প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা ও অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। সভায় উপস্থিত সকল সদস্যগণ প্রেসক্লাবের নির্বাচনের জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেন সাবেক সভাপতি মাহফুজুর রহমান এ সময় উপস্থিত সদস্যরা সমর্থন করে সভাপতি ও সাধারন সম্পাদককে দায়িত্ব দেন। পরে সভাপতি উপস্থিত সকল সদস্যদের কে ধন্যবাদ জ্ঞাপন করে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা  করেন।