বিনোদন প্রতিবেদক : ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও নোভা ফিরোজ নিজেকে থীতু করেছেন অভিনয়ে। সময়ের পরিক্রমে এবং অভিনয় দাপুটে জনপ্রিয় হয়ে উঠেছেন এক সময়ের নন্দিত এই অভিনেত্রী। তবে এখন আর তাকে আগের মত পাওয়া যায়না। তবুও দর্শকের কাছে ফুরিয়ে যায়নি তার আবেদন। মাঝে বিরতি কাটিয়ে কাজে হয়েছেন নিয়মিত। এখন তার দেখা মেলে টিভিসি ও নাটক-টেলিছবিতে।
বিভিন্ন টিভি অনুষ্ঠানে উপস্থাপনাও করছেন। পাশাপাশি একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনও করছেন। এতসব অভিজ্ঞতার ঝুলিতে যোগ হতে যাচ্ছে আরও এক নতুন অভিজ্ঞতা; যার জন্য অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রে। নাম ‘মৃধা বনাম মৃধা’। ছবিটি পরিচালনা করছেন রনি ভৌমিক।
নোভা ফিরোজ বলেন, ‘যখন নিয়মিত কাজ করতাম তখনও বেশ প্রস্তাব আসতো চলচ্চিত্রে অভিনয়ের। ব্যাটে বলে মিলেনি বলে করা হয়নি। অবশেষে চমৎকার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে রাজি হলাম। আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে।’
নির্মাতা রনি ভৌমিক তার ছবিটির প্রসঙ্গে জানান, ছবিতে সামাজিক প্রেক্ষাপটের একটি গল্প দেখানো হবে। যেখানে উঠে আসবে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য্য, সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। ছবিতে কেন্দ্রীয় পুরুষ চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে। তার সঙ্গে আরও থাকবেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজীদা প্রীতিসহ একঝাঁক প্রিয়মুখ।
ছবিটির নির্মাণ কাজ বেশ ঘটা করেই শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে মৃধা ভার্সেস মৃধা। প্রসঙ্গত, আরটিভিতে নির্মাণ হচ্ছে ‘গোলমাল’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটক। এ নাটকে দেখা মিলবে নোভার।
তীব্র বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে’র পদত্যাগ