শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী টঙ্গীতে পালন

 

নিজস্ব প্রতিবেদক : বীর উত্তম, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Make the trade

 

সোমবার গাজীপুর মহানগরীর টঙ্গীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ঢাকা বিভাগীয় সহ-সভাপতি ও গাজীপুর-মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আরিফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব সালাউদ্দিন সরকার।

 

অনুষ্ঠানে অন্যােন্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন টংগী পূর্ব-থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউদ্দিন শফি, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম (সিরাজ), আসাদুল আলম সরকার, মিরাজ চৌধুরী, আরিফুল হক প্রধান সুবেল, মোস্তাফিজুর রহমান মোস্তফা, তানভীর ইসলাম রাজীব, মোঃ কামাল হোসেন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা, মোঃ মনির হোসেন, মোঃ আবু বক্কর সিদ্দিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক আলমগীর হোসেন দিপু।