গাজীপুর জেলা আ.লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল, সম্পাদক ইকবাল

bhawalnews.com
আ ক ম মোজাম্মেল হক এবং ইকবাল হোসেন সবুজ

 

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আ ক ম মোজাম্মেল হক সভাপতি ও মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে রাজবাড়ি মাঠে আয়োজিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এ ঘোষণা দেন।

 

নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। অন্যদিকে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন অন্তত আট জন প্রতিদ্বন্দ্বী। পরে সম্মেলনে আলোচনার ভিত্তিতে দ্বিতীয়বারের মতো এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

গাজীপুর জেলা অওয়ামী লীগের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু জানান, ১৯ বছর পর গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইতোপূর্বে ২০০৩ সালের ২৯ জুন গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ও অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

 

দীর্ঘ ১৩ বছর পর ২০১৬ সালের ১৩ অক্টোবর সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় আওয়ামী লীগ বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হককে পুনরায় সভাপতি এবং মুহাম্মদ ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি দেয়। পরে ২০১৭ সালের ২২ জুলাই পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন পায়।

 

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকালে প্রথম অধিবেশন শুরু হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।