নিউজ ডেস্ক : আজ থেকে এক ছাদের নিচে মিলবে লিভার, কিডনি, নিউরো, হার্টসহ জটিল সব রোগের চিকিৎসা। ৭৫০ শয্যার এই সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ থাকছে ১০০টি। এক ছাদের নীচে এখন দেশেই মিলবে সকল চিকিৎসা।
ক্যান্সার গবেষণা, অঙ্গপ্রতিস্থাপন, কার্ডিও ভাস্কুলার সেন্টার থেকে শুরু করে থাকছে ১০০ শয্যার অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি সুবিধা। জটিল রোগের চিকিৎসায় ধনীরা বিদেশে গেলেও, তবে বিপাকে পড়তেন নিম্নবিত্তরা। এ অবস্থায় সুপার স্পেশালাইজড এই হাসপাতালের প্রকল্প অনুমোদন হয় ২০১৬ সালে। ২০১৮ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে গণভবন থেকে অনলাইনে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষাসহ সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হবে এই হাসপাতাল থেকে। প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে বারো বিঘা জমির উপর নির্মিত হয়েছে এই হাসপাতাল। হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ছাড়াও থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক।