ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ আর নেই

নিউজ ডেস্ক :  রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় রানী এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকা অবস্থায় ৯৬ বছর বয়সে মারা গেলেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

 

Make the trade

সকালেই রাষ্ট্রীয় দফতর থেকে জানানো হয়েছিল, শারীরিক অসুস্থতার জন্য আগামী কিছুদিন তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। সকালে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

 

গতকালই তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রানী এলিজাবেথ। লিজ ট্রাসসহ এপর্যন্ত ষোল জন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন বৃটিনের রানী দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুতে গোটা ইংল্যান্ড শোকাহত। শোকবার্তা পাঠিয়েছেন আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক প্রভাবশালী দেশ। বৃটিনে দশ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষনা দেয়া হয়েছে।