বিদ্যুৎকেন্দ্র ধ্বংস। অন্ধকারে পুরো ইউক্রেন!

bhawalnews.com

নিউজ ডেস্ক : ইউক্রেনের পাওয়ার প্ল্যান্টগুলোয়ে একের পর এক হামলায়, ভয়াবহ বিদ্যুত সংকটে পড়েছে ইউক্রেন। বৃহস্পতিবার টানা তিন ঘন্টা অন্ধকারে পুরো ইউক্রেন।

 

Make the trade

এরআগে গত ২৪ ঘন্টায় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের আরও তিনটি বিদ্যুত উৎপাদনকেন্দ্র ধ্বংস হয়ে যায়। দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের শতাধিক এলাকায় বিদ্যুত সরবরাহ করা হতো ওই পাওয়ার প্ল্যান্টগুলো থেকে।

 

কিয়েভের দাবী, ইউক্রেনের বিদ্যুত ও জ্বালানী সরবরাহ কেন্দ্রগুলো লক্ষ্য করে গত ১০ দিনে ৩শর বেশি হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ অবস্থায় বিদ্যুত সংকট সামাল দিতে নতুন করে পরিকল্পনা করছে জেলেনস্কি প্রশাসন।

 

চাহিদার তুলনায় কম বিদ্যুত সরবরাহ করা হবে বলে জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। ফলে পরিকল্পিত লোডশেডিং চলছে পুরো ইউক্রেনে। এর পাশাপাশি বাসিন্দাদের বিদ্যুত ব্যবহার কমাতে আহ্বান জানানো হয়।