এবার বডিগার্ডকে বিয়ে করলেন পামেলা!

বিনোদন ডেস্ক : একসময় জগতজোড়া সুখ্যাতি ছিল হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের। যাকে দেখে এখনও পুরুষের হৃদয়ে প্রেম জেগে ওঠে। ‘ব্যাটম্যান’-খ্যাত প্রযোজক জন পিটার্সের সঙ্গে বিচ্ছেদের মাস ঘুরতে না ঘুরতেই নতুন সম্পর্কে জড়িয়েছেন এই সুন্দরী।

এমনকি নতুন প্রেমিক তারই এক দেহরক্ষী! ৪০ বছর বয়সী ড্যান হাইহার্স্ট নামের এই ব্যক্তি দু’বছর ধরে পামেলার নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। ফক্স নিউজে প্রকাশিত এক খবরে জানা যায়, চলতি বছরের ২০ জানুয়ারি জন পিটার্সের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পামেলা। ১২ দিন পর হয়ে যায় তাদের বিচ্ছেদ।

Make the trade

এরপর ফেব্রুয়ারিতেই ঐ দেহরক্ষীর সঙ্গে ডেটিং করেছেন পামেলা। এমনকি মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের পরই একসঙ্গে কোয়ারেন্টিনে ছিলেন পামেলা ও তার দেহরক্ষী। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে আরও খবর, নতুন প্রেম নিয়ে ভীষণ সিরিয়াস পামেলা। বিয়ের কথাও ভাবছেন তারা!

এদিকে ফক্স নিউজ এ বিষয়ে মন্তব্য চাইলেও সরাসরি কিছু বলেননি ৫৩ বছর বয়সী পামেলা। এর আগের জনের সঙ্গে বিচ্ছেদের সময় বলেছিলেন, ‌‘জীবন একটি যাত্রা এবং প্রেম একটি প্রক্রিয়া। এই সর্বজনীন সত্যকে মাথায় রেখে আমরা পারস্পরিকভাবে আমাদের বিয়ে বিচ্ছেদ করছি। প্রেম প্রক্রিয়ার কারণেই হয়তো পামেলা এবার পঞ্চম বিয়েটা করতে যাচ্ছেন দেহরক্ষীর (৪০) সঙ্গে।