জীবন্ত পাথর, কাটলে বের হয় রক্ত, খাওয়া যায় রান্না করেও!

 

নিউজ ডেস্ক : দেখে মনে হবে প্রাণহীন পাথর। মাঝখান থেকে কাটলে বের হয়ে আসবে তাজা রক্ত! খাওয়া যায় এই জীবন্ত পাথরের মাংসও! কোনও ফ্যান্টাসি গল্প অথবা সিনেমাতে নয়, বরং বাস্তবেই রয়েছে এমন পাথরের অস্তিত্ব।

 

জীবন্ত এই পাথরের আসল নাম ‘প্যুরা চিলেনসিস’। দেখতে পাথরের মতো হলেও এটি মূলত একটি সামুদ্রিক প্রাণী। চিলি এবং পেরুর সাগর পাড়ের পাথুড়ে উপকূলে এদের বসবাস।

 

পেরু এবং চিলির স্থানীয়রা খান পাথরটির ভিতরের ‘মাংস’। কখনো কাঁচা আবার কখনো সালাদ ও ভাতের সাথে রান্না করা হয় সামুদ্রিক এই প্রাণিটি। পেরু এবং চিলিতে এটি প্যাকেটজাত খাবার হিসেবেও পাওয়া যায়। সমুদ্রের গভীরে পাথরের সাথে সেটে থাকে এই পরজীবি প্রানীটি। এই প্রানীটি পুরুষ হিসেবে জন্ম নিলেও একটি বয়স পর এটি পরিণত হয় উভয় লিঙ্গে।

 

নিজ দেহ হতে শুক্রানু ও ডিম্বানু নিঃসরনের ফলে জন্ম নেয় ব্যাঙাচির মতো জীব। জলের নীচে পাথরের সাথে জন্ম নেয়। পরবর্তীতে পাথর থেকে সরে যায়।