ভয়াবহ বিস্ফোরণ কাবুল বিমানবন্দরে, নিহত ২১

bhawalnews.com

 

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছে। তালেবানের এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে শিশু রয়েছে।

 

হামলায় তালেবানের অনেক নিরাপত্তা রক্ষীও আহত হয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যও রয়েছে। ঠিক কতজন হতাহত হয়েছে এবং তারা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

এদিকে কয়েক দিন আগে বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিল আইএস। এই বিস্ফোরণের পিছনে তাদেরই হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সন্ত্রাসী হামলার হুমকির পর বিমানবন্দরের যে ৩টি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল তার মধ্যে এটি একটি ছিল।

 

বিস্ফোরণকালে ওই প্রবেশপথে হাজার হাজার আফগান জড়ো হয়েছিলেন। তালেবান আফগানিস্তান দখলের পর এসব মানুষ কাবুল ছাড়তে বিমান বন্দরে প্রবেশের অপেক্ষায় ছিলেন।