আন্তর্জাতিক ডেস্ক : আগে পৃথিবীতে যত প্রজাতির গাছ ছিল, তা অনেকটাই কমে গেছে। এভাবেই হারিয়ে যাচ্ছে গাছের প্রজাতি। এখন যেসব প্রজাতির গাছ অবশিষ্ট আছে, তার মধ্যে ৩০ শতাংশই বিলুপ্তির হুমকিতে রয়েছে। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
বুধবার ইউরো নিউজ জানায়, পাঁচ বছর গবেষণার পর বিশ্বের ৬০ হাজার প্রজাতির গাছ চিহ্নিত করা হয়, যার মধ্যে ১৭ হাজার ৫০ প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
বোটানিক গার্ডেন কনভার্সেশন ইন্টারন্যাশনাল (বিজিসিআই) ওই প্রতিবেদনটি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, এতে এটা প্রমানিত হয় যে, বিশ্বে স্থান্যপায়ী প্রাণী, পাখি, উভচর প্রাণী ও সরীসৃপ জাতীয় প্রাণীরা যে হারে বিলুপ্তি ঝুঁকিতে রয়েছে, তার চেয়ে দ্বিগুণ হারে ঝুঁকিতে আছে গাছ।
প্রতিবেদনে জানানো হয়, গাছের ৪৪০টির বেশি প্রজাতি বিলুপ্তির একেবারে দ্বারপ্রান্তে রয়েছে। এ প্রজাতিগুলোর মাত্র কয়েক সদস্য (৫০টিরও কম) বণাঞ্চলে বিদ্যমান আছে। পৃথিবী থেকে একেবারেই বিলুপ্ত হয়ে গেছে অন্তত ১৪২টি প্রজাতির গাছ।
বিজিসিআই’য়ের এ প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন বিশ্বের ৬০টি প্রতিষ্ঠানের ৫০০ বিশেষজ্ঞ। প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে বিলুপ্তির হুমকিতে পড়া গাছের সংখ্যা সবচেয়ে বেশি। লাতিন আমেরিকার এ দেশটিতে সব মিলিয়ে ৮ হাজার ৮৪৭টি প্রজাতির গাছ রয়েছে, যার মধ্যে ১ হাজার ৭৮৮টি গাছই বিলুপ্তির ঝুঁকিতে।