বিপ্লব ও সংহতি দিবসে কালীগঞ্জে বিএনপির বিশাল র‌্যালী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

গাজীপুর প্রতিনিধিঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশাল র‌্যালি বের করে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

 

র‌্যালী শেষে থানা বিএনপি’র সভাপতি মাষ্টার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সহ- সভাপতি আলমগীর হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এবং গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি একেএম ফজলুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপি’র সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ মৃধা, বিএনপি নেতা ও ভাওয়াল জামালপুর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপি’র সভাপতি মোঃ আরমান মাষ্টার, সাধারণ সম্পাদক ইব্রাহীম প্রধান, পৌর যুব দলের আহ্বায়ক কায়েস ইসলাম, সদস্য সচিব রাশেদুল ইসলাম রিপন প্রমুখ।

 

প্রধান অতিথি ফজলুল হক মিলন তার বক্তব্যে বলেন, গণতন্ত্রবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাই সকলকে সতর্ক থাকতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। স্বাধীনতার মান রক্ষার্থে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দ্রুত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দরকার। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেনো নির্বাচনের মাধ্যমে জনগণের সংসদ ও সরকার গঠন সম্ভব হয়।

 

র‌্যালিতে উপস্থিত হাজার হাজার নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিলন বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।