বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেত্রী‘র বাইরেও আশনা হাবিব ভাবনার আরো একটি পরিচয় ফুটে উঠেছে। তিনি একজন লেখক। এর আগে তার দুটি উপন্যাসের বই প্রকাশ পেয়েছিল। এবার প্রকাশ পাচ্ছে কবিতার বই। বইমেলায় পাঠক সমাবেশ থেকে প্রকাশ পাবে তার প্রথম কবিতার বই।
নতুন এ বইটির শিরোনাম- রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলো না। এ নিয়ে ভাবনা বলেন, প্রথম কবিতার বই প্রকাশ হতে যাচ্ছে। এটা ভেবে আমি দারুণ উচ্ছ্বসিত। নিজের অনুভূতি কাব্যের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি বিভিন্ন সময়।
তেমনি ৫০টি কবিতা নিয়ে আমার এই সংকলন। আশা করছি, কবিতাগুলো পাঠকের মনে নাড়া দেবে। এর আগে ভাবনার লেখা ‘গুননেহার’ ও ‘তারা’ নামের দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। আসছে বইমেলায় কবিতার পাশাপাশি প্রকাশ পাবে ‘গোলাপী জমিন’ নামের তার তৃতীয় উপন্যাস।