বিনোদন ডেস্ক : নিজের ছবি পোস্ট করে, জীবন নিখুঁত নয়। তা হলে ত্বক কেন নিখুঁত হবে? এমন কথাই জানালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান। বৃহস্পতিবার হঠাৎ করেই তার এমন একটি ছবি পোস্ট করলেন নুসরাত, যে ছবিতে তার কোনো কৃত্রিম সাজ নেই।
তিনি কোনো মেকআপ ম্যানের সাহায্যও নেননি। নির্বাচনের প্রচারে গিয়ে ক্রমাগত রোদে পোড়া ত্বককেই নেটিজেনদের সামনে হাজির করলেন অভিনেত্রী। তবে নুসরাত এ ধরনের ছবি প্রকাশ করে জীবনের প্রতিও কোনো ইঙ্গিত করতে চাইলেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
কারণ নিখিলের সঙ্গে তার বিয়ে এখন ভাঙার মুখে। ছন্দ কেটেছে দাম্পত্যে। মানুষের সমালোচনায় জর্জরিত তিনি। সেই সব সমস্যার কথাও কি বলতে চাইলেন অভিনেত্রী? ছবিতে দেখা গেছে, কালো রঙের টপের ওপর সাদা-কালো জ্যাকেট পরেছেন নুসরাত।
চুল বাঁধা এলোমেলো করে। ঠোঁটে কেবল হালকা লিপস্টিক এবং চোখের তলায় কাজল। স্পষ্ট তার ব্রণ। হ্যাশট্যাগে লেখা, ‘অনন্য নারীরাই আজ রাজত্ব করছেন’। অর্থাৎ মানুষের কাজ তার সুন্দর মুখের চেয়ে অনেক বেশি দামি। এ কথাই যেন বলতে চাইলেন নুসরাত।