নিউজ ডেস্ক : ক্রাইমিয়া সেতুতে বিস্ফোরণের দুই দিনের মাথায় জোরালো হামলা হয়েছে ইউক্রেনের কিয়েভে। সোমবার চার দফা বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর কেন্দ্র। আশঙ্কা করা হচ্ছে বহু হতাহতের। এখন পর্যন্ত আট জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র। আহত কমপক্ষে ২৪ জন।
দেশটির জরুরী বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সকাল আটটার পরপরই হয় বিস্ফোরণগুলো। প্রাথমিকভাবে মিসাইল হামলা বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে রুশ বাহিনী কিয়েভের যেসব অঞ্চলে হামলা চালিয়েছে, তার তুলনায় আরও ভেতরের দিকে হয়েছে বিস্ফোরণ। শহরের একাধিক স্থানে বহু দূর থেকে দেখা যায় কালো ধোঁয়ার কুন্ডলী।
সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বিস্ফোরণের দেড় ঘণ্টা আগে বাসিন্দাদের সতর্ক করতে বাজানো হয় সাইরেন। ইউক্রেনে রুশ অভিযানের শুরুর দিকে কয়েক দফা টার্গেট হলেও গত কয়েকমাস শান্ত ছিল রাজধানী কিয়েভ।