চট্টগ্রামে পুড়ে ছাই একই পরিবারের ৫ জন

নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়িতে আগুন লেগে দুই শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। গুরুতর দগ্ধ হয়েছেন গৃহকর্তা খোকন বসাক। ভোর রাতে মহাজন পাড়ায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে বসতঘরের আগুন লাগার খবর পেয়ে ছুটে যায় তারা।

 

জানালার গ্রিল কেটে আগুনে দগ্ধ ৫ জনের মরদেহ এবং দগ্ধ অবস্থায় খোকনকে বসাককে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত ও নিহতদের উদ্ধার করে।

 

অগ্নিকান্ডের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটিতে নাশকতা আছে কিনা; পুলিশ এনিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে।