অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইতালি

292

স্পোর্টস ডেস্ক : চলমান ইউরোতে শুরু থেকেই ইতালির ফুটবল মুগ্ধ করছে সবাইকে। তার ধারাবাহিকতায় শনিবার অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে শেষ আটে উঠে গেছে ইতালি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত সময়ে মাঠের লড়াই ছিল অমীমাংসিত। কোনো দলই পায়নি গোলের দেখা। শেষে ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্তি সময়ের পাঁচ মিনিটের মধ্যে ফেডেরিকো চিয়েসা এগিয়ে দেন ইতালিকে। আজ্জুরি শিবিরকে দ্বিতীয় গোল উপহার দেন মাত্তেও পেসিনা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল ও বেলজিয়ামের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবে ইতালি।