গাজীপুরে আগুনে পুড়লো শিক্ষা সফরের বাস; প্রাণে বাঁচলেন ৭২ শিক্ষক-শিক্ষার্থী

219

নিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়লো শিক্ষা সফরের বাস। অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ ৭২ জন। লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন। সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুত মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস জানায়, ভালুকায় শিক্ষা সফর শেষে ফিরছিলো গাজীপুরের হারিনাল এলাকার ‘গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল এন্ড কলেজের বাসটি। ছিলেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মিলিয়ে ৭২ জন। হঠাৎ বাসটিতে আগুন ধরে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। এসময় বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত হয় অন্তত ১০ জন।

 

ফায়ার সার্ভিসের প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিভানো হয়। মহাসড়কে বেশ কিছু সময় বন্ধ থাকে যান চলাচল। তবে কী থেকে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।