কালো অন্তর্বাসে মধুরিমা বসাক -এর উষ্ণতা!

401

বিনোদন ডেস্ক : রূপসজ্জা বেশ মানানসই। মধুরিমা বসাক ধরা দিলেন নতুন অবতারে। সৃজিত মুখার্জির আগামী ছবি ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’-এর নায়িকা সপ্তাহ শুরুর আগেই নিজেকে তুলে ধরলেন কালো সিক্যুয়েন বিকিনি আর গাঢ় লাল প্যান্টে।

 

এমন সাজে ফটোশুটের দৃশ্য নেটমাধ্যমে প্রকাশ করতেই প্রশংসা করতে থাকেন নেটাগরিকরা। শুক্রবার (১৬ জুলাই) সকালে ইনস্টাগ্রামে উষ্ণ দৃশ্য প্রকাশ করার পর ‘শ্রীময়ী’ ধারাবাহিকের ‘কিয়া’ বা ‘মোহর’ ধারাবাহিকের ‘শ্রেষ্ঠা’কে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ভক্ত-অনুরাগী আর নেটাগরিকরা।

 

কেননা, প্রকাশ করা ছবিতে এই খলনায়িকাকে দুষ্টুমির পরিবর্তে দেখা গেছে বেশ ‘লাস্য’। মধুরিমা বসাক -এর নতুন ছবিতে তার রূপ দেখে নেটাগরিকরা মন্তব্য করে বলেছেন, আপনার বলিউডে আত্মপ্রকাশ করা উচিত। মধুরিমা বসাককে ছোটপর্দায় সবসময় দাপুটে খলনায়িকার ভূমিকায় দেখা যায়।

 

তাহলে সৃজিতের ছবিতেও কী খলনায়িকার চরিত্রে দেখা যাবে তাকে? খিলাৎ-জয়িতার পাশাপাশি অর্ণব-অদিতি থাকছে ছবিটিতে। আর দ্বিতীয় যুগলের চরিত্রে থাকছেন অর্জুন চক্রবর্তী-মধুরিমা বসাক। এ জুটি প্রেমের জন্য জীবন বাজি রাখতেও রাজি বলে জানা গেছে।

 

নুসরাতের নীতিবাক্যে যা বললেন নিখিল!

চোখে চশমা, লাল গোলাপি রঙের স্লিভলেস টি-শার্ট আর উসকোখুসকো চুল একদমই ঘরোয়া বেশে তোলা দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার পোস্ট করেছিলেন নুসরাত জাহান। ক্যাপশনে লিখেছিলেন, মানুষকে কিছুটা ছাড় দিলাম, যেন তারা বেড়ে উঠে।

 

টালিউড তারকা ও সাংসদ নুসরাত জাহান ব্যক্তিগত কারণে গত কয়েক মাস ধরেই সংবাদের শিরোনামে জায়গা করে নিচ্ছেন। তাই তো সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টে নেটিজেনদের বিভিন্ন রকম মন্তব্য দেখা যায়। নুসরাত ছবি পোস্ট করে এমন ক্যাপশন দেয়ায় অনেকটাই চটেছেন নেটিজেনরা।

 

নেটিজেনদের মন্তব্য দেখে বুঝা যাচ্ছে যে, নুসরাত তাদের নীতিবাক্য শেখাতে গিয়েছিলেন। নেটিজেনরা এ কারণেই পাল্টা মন্তব্য করতে থাকেন। কেউ কেউ আবার শালীনতার সীমানাও অতিক্রম করেন। তবে নুসরাতের পোস্টের কিছুক্ষণ পরই নিখিল জৈন একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। যার ক্যাপশনে লিখেন, আগে নিজের মাথাকে কিছুটা খাবার দাও এবং নিজের আত্মার বিকাশ ঘটাও।… নুসরাতের নীতিবাক্যে যা বললেন নিখিল!

Related Post:
ক্লাবে ভাঙচুরের অভিযোগ পরীমনির বিরুদ্ধে