অস্ত্রসহ মাদক কারবারি নুরুল ইসলাম-কে গ্রেফতার করেছে পুলিশ

359

টঙ্গী প্রতিনিধ : টঙ্গীতে নুরুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ । এ সময় তার কাছ থেকে পনের শত পিস ইয়াবা ও একটি রিভলবার উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার গভীর রাতে উপ-পুলিশ কমিশনার উলতুৎমিস (অপরাধ) দক্ষিণ এবং সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান টঙ্গী জোনসহ একদল কর্মকর্তা টঙ্গী পশ্চিম থানার হাজির মাজার বস্তি এলাকায় অভিযান চালায়।

 

অভিযানে স্থানীয় বটতলা এলাকা থেকে রাত তিনটার সময় মাদক বিক্রি করার সময় মাদক কারবারি নুরুল ইসলাম (৩৪) কে ১৫ শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় বস্তির তার নিজের বাসার তোষকের নিচ থেকে একটি  রিভলবার উদ্ধার করা হয়।

 

মাদক কারবারি নুরুল ইসলামের বিরুদ্ধে ঢাকা ও গাজীপুর মহানগরের বিভিন্ন থানায় দায়ের করা পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার-এর নির্দেশে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।