পর্ন কাণ্ডে অভিনেত্রী হলেন গ্রেপ্তার

367

বিনোদন ডেস্ক : বলিপাড়ায় পর্ন ভিডিও তৈরির রেশ কাটতে না কাটতেই এবার পর্ন কাণ্ডে জড়িত থাকায় গ্রেপ্তার করা হলো নন্দিতা দত্ত নামের এক মডেল ও অভিনেত্রীকে। পর্ন ভিডিও তৈরির অভিযোগে কয়েক দিন আগেই বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করা হয়।

 

এ মডেল ও অভিনেত্রীকে গ্রেপ্তারের সঙ্গে চিত্রগ্রাহক মৈনাক ঘোষকেও গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, বুধবার (২৮ জুলাই) রাতে পর্ন র‌্যাকেট চালানোর অভিযোগে নন্দিতা দত্ত ও তার সঙ্গী মৈনাক ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, ঘণ্টার পর ঘণ্টা তাদের শুটিং হতো। ‘নিওফ্লিক্স’ এবং ‘রেডওয়াইপ টু’-তে দেখানো হতো ছবিগুলো। এদিকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরই প্রশ্ন উঠেছে নন্দিতা দত্তের পরিচয় নিয়ে। তিনি ফেসবুকে নিজেকে মডেল ও অভিনেত্রী বলে পরিচয় দিতেন।

 

এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা সে জন্য নজরদারি চলছে। নন্দিতাই চক্রটি চালাতেন। আর মৈনাক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে উঠতি মডেল ও ইচ্ছুক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন বলেও জানা গেছে।