টঙ্গীতে মাদক কারবারি গ্রেফতার

197
মাদক কারবারি গ্রেফতার

টঙ্গী প্রতিনিধ: টঙ্গীতে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানাপুলিশ। শনিবার রাতে পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো টঙ্গীর বড় দেওড়া এলাকার লাবু হাওলাদার(৩৮) ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকার আশা আক্তার(২৭)। এ সময় তাদের কাছ থেকে ৭৯ বোতন ফেনসিডিল জব্দ করা হয়।

 

টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, শনিবার রাতে টঙ্গীর বড়দেওড়া এলাকায় মাদক বেচাকেনার খবর পায় পুলিশ। পরে ওই এলাকার একটি বাড়ি থেকে মাদক কারবারি লাবু হাওলাদার (৩৮)কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে অনুযায়ী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আশা আক্তারকে গ্রেপ্তার করে। এ সময় আশা আক্তারের কাছ থেকে ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহ আলম গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে। টঙ্গীতে মাদক কারবারি গ্রেফতার |

 

টঙ্গীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা পুলিশ ২৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী চক্র গ্রেফতার করেছে। শুক্রবার সকালে টঙ্গী পূর্ব থানায়  এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অপরাধ দক্ষিণ) মাহবুব উজ জামান।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ফোরকান হোসেন শান্ত (৩৫), কামরুল ইসলাম ইয়াছিন (১৫),  মোসাঃ হনুফা (৩০), ইসমত আরা ওরফে সাবিনা (২৫) ও শহিদুল ইসলাম (২৮)।

 

মাহবুব উজ জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর ও ডিএমপির মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ জন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন এলাকা হইতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা ও নগদ ২৮ হাজার ৩৩০ টাকা, ১টি বাস, ১টি নোয়া মাইক্রোবাস, ২টি পিকআপ, ৩টি  মোবাইল, ২টি স্বর্ণের চেইন, মাদক কেনাবেচার ৯ টি হিসাব রেজিস্টার ও একটি গাড়ির ভূয়া নেমপ্লেট উদ্ধার করা হয়। Read more…

Related Post:
টঙ্গীতে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-৮