মিয়ানমারে সুকিকে ৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত

426
gazipurnews.net

 

নিউজ ডেস্কঃ মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সুকিকে চার বছরের কারাদন্ড দিয়েছে দেশটির একটি আদালত। সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমত উস্কে দেয়া  এবং কোভিড সংক্রান্ত নিয়ম ভাঙার অভিযোগে সোমবার তাকে এ দন্ড দেয়া হয়।

 

জান্তা মুখপাত্র জ মিন তুন এ কথা জানিয়ে বলেছেন, সেকশন ৫০৫(বি) এর আওতায় সুকিকে দুবছর এবং প্রাকৃতিক দুর্যোগ আইনের আওতায় আরো দুবছর কারাদন্ড দেয়া হয়েছে।