সাহেব আলী মাতব্বর -এর মৃত্যুতে আমরা শোকাহত

4
সাহেব আলী মাতব্বর

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ফুলদী (বাগপাড়া) নিবাসী, বিশিষ্ট সমাজকর্মী ও মরহুম ডাঃ রাজা মিয়ার বিশ্বস্ত ও একনিষ্ঠ সহযোগী সাহেব আলী মাতব্বর (পিতা – মোকসেদ আলী) আজ রোববার সকালে এক’শ বছর বয়সে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

মরহুম সাহেব আলী বাগপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পৃষ্ঠপোষকতা করেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ গভীর শোক, দুঃখ ও পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

 

মরহুম সাহেব আলী মাতব্বর ছিলেন একজন বিশ্বস্ত, প্রতিজ্ঞাবদ্ধ ব্যক্তিত্ব। তিনি কখনো কোন প্রতিজ্ঞা করলে, তা ভঙ্গ করেননি। আজ বাদ জোহর ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানিয়েছেন তার পুত্র আলী আজগর। তিনি পরিবারের পক্ষে তার পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য সকলের নিকট বিনীত অনুরোধ জানান।