স্পােটর্স ডেস্ক : সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরতে পারবেন আগামী ২৯ অক্টোবর। সাকিবের খেলা দেখার জন্য চেয়ে আছে পুরো বিশ্ব। বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গোও চান আসন্ন শ্রীলঙ্কা সফরে সাকিব আল হাসানকে দলে দেখতে।
তিন টেস্ট ও তিন টি-টুয়েন্টি ম্যাচ খেলতে আগামী অক্টোবরে দ্বীপরাষ্ট্রে যাবে বাংলাদেশ। প্রথমে টেস্ট সিরিজের পর দুই দল টি-টুয়েন্টি সিরিজ খেলবে।
মূলত টি-টুয়েন্টি সিরিজেই সাকিবকে ফেরানোর সম্ভাবনা রয়েছে।ডমিঙ্গো জানান, শতভাগ ফিট, ম্যাচ খেলার উপযোগী এবং আইসিসির গাইডলাইন মেনে সাকিবকে দলে দেখতে চান তিনি।
ডমিঙ্গো বলেন, ‘সাকিবকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে আমরা নির্বাচকদের সঙ্গে বসব। ২৯ অক্টোবরের আগে তার আনুষ্ঠানিক ম্যাচ খেলার সুযোগ নেই। এজন্য অনানুষ্ঠানিক ম্যাচ ভরসা। হতে পারে সেটা আন্ত স্কোয়াডের ম্যাচ।’
জানা যায়, সাকিব বর্তমানে পরিবারসহ আছেন যুক্তরাষ্ট্রে। আগস্টের শেষের দিকে দেশে ফেরার কথা তার। দেশে ফিরেই অনুশীলনের জন্য সাভারের বিকেএসপিতে অনুশীলনের কথা আছে এই দেশ সেরা ক্রিকেটারের।