শেয়ারড হোষ্টিং বনাম ভিপিএস হোষ্টিং

3
ক্লাউড হোষ্টিং

নিউজ ডেস্ক : বর্তমানে হোষ্টিং ব্যাবহারকারীদের মধ্যে (দামে সুবিধা, বিভিন্ন ফিচার এবং মান ভালো হওয়ার কারনে) বেশীর ভাগই ব্যবহারকারী তাদের স্ব স্ব ওয়েব সাইটের জন্য শেয়ারড হোষ্টিং কিনে থাকেন।

 

শেয়ারড হোষ্টিং মানেই হচ্ছে এক পিসিতে একটা হার্ড ডিস্ক থাকবে সেই হার্ড ডিস্ক এর সব স্পেস শেয়ার করা হয় অনেকে হোষ্টিং ইউজারদের মধ্যে। শেয়ারড হোষ্টিং-এ তুলনামূলকভাবে নিরাপত্তা কম থাকে যেহেতু এক হার্ড ডিস্কের মধ্যে ৫০/৭৫/১০০ এর বেশী গ্রাহকের ওয়েবসাইট এর ইনফো, ডাটা সংরক্ষিত থাকে। অনেক সময় লোড বেশী পড়লে সাইট ডাউন হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।

 

ভিপিএস হোষ্টিং ব্যাবহারকারী ওয়েব সাইটের তুলনায় শেয়ারড হোস্টিং ব্যাবহারকারী ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক কম থাকে। যাদের ওয়েবসাইট এ মোটামুটি বেশী সংখ্যক গ্রাহক ভিজিট করেন, সিকিউরিটি ভালো করতে চান, স্পিড ভালো চান; তাদের জন্য ভিপিএস হোষ্টিং সবচেয়ে ভালো। কারণ ডেডিকেটেড হোষ্টিং অনেক বেশী ব্যয়বহুল, এই কারণে ভিপিএস হোষ্টিং সবচেয়ে ভালো তাদের জন্য।

 

বর্তমানে ই-কমার্স ওয়েব সাইট বা কোন কোম্পানীর ওয়েবসাইট যেখানে গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন থাকে, সেই ওয়েব সাইটগুলো মূলত ভিপিএস হোষ্টিং ব্যবহার করে। ভিপিএস হোষ্টিং-এ প্রতিষ্ঠান তাদের নিজের মত করে সবকিছু করতে পারেন, কিন্তু শেয়ারড হোষ্টিং-এ অনেক প্রতিবন্ধকতা রয়েছে। তাই ব্যক্তিগত কোন সফটওয়্যার বা ওয়েবসাইট চালানোর জন্য ভিপিএস বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ব্যবহার করার কোনো বিকল্প নেই।

 

মোদ্দকথা, অধিকতর সুরক্ষা এবং নিজের মত করে কাষ্টমাইজেশন এর জন্য ভিপিএস অনন্য। অন্যদিকে, শেয়ারড হোষ্টিং এর মূল্য তুলনামূলকভাবে কম হওয়ায় অধিক জনপ্রিয়।