ভারতের সিন্ধু জিতলেন মিস ইউনিভার্স

391

 

বিনোদন ডেস্ক : ২০০০ সালের পর অর্থাৎ ২১ বছর পরে কোনো ভারতীয় নারীর মাথায় উঠলো মিস ইউনির্ভাস মুকুট। ভারতের পাঞ্জাবের মেয়ে হারনাজ সিন্ধু জিতলেন মিস ইউনিভার্স। ১৯৯৪ এ সুস্মিতা সেন আর ২০০০ সালে লারা দত্তের পর তৃতীয় ভারতীয় নারী হিসেবে এই সুন্দরী প্রতিযোগিতার মুকুট জেতেন পাঞ্জাবের ২১ বছর বয়সী হারনাজ।

 

এর আগে ২০১৯ সালে তিনি মিস ইন্ডিয়া পাঞ্জাব এবং এ বছরে মিস ডিভা খেতাবও জয় করেন। মিস ইউনির্ভাস প্রতিযোগিতার আয়োজকদের প্রকাশিত সোশ্যাল মিডিয়ার এক ভিডিওতে দেখা যায়, হারনাজের মাথায় মিস ইনিভার্সের মুকুট পরিয়ে দিচ্ছেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকান আন্দ্রেয়া মেজা।

এ বছর ৭০ তম মিস ইউনিভার্সের আসর বসেছিল ইসরাইয়েলের এলিয়াটে।