ঢাকাই জামদানি -তে কানে ঝলমলে বাঁধন

316
ঢাকাই জামদানি

বিনোদন ডেস্ক : বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ জায়গা করে নিয়েছে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা পর্বে। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। ফ্রান্সের কান উৎসবে যোগ দিয়েছেন তারা। বুধবার কানের পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। এই প্রদর্শনীর মঞ্চে ঢাকাই জামদানি শাড়ি পরে অনন্য সাজে হাজির হন বাঁধন।

 

শাড়িটি প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাঁধন লিখেছেন, কানমঞ্চে ঢাকাই জামদানি পরতে পেরে দারুণ লেগেছে আমার। আর জামদানির বেলায় আড়ং ছাড়া অন্য কিছু মাথাতেই আসে না! স্বল্প সময়ে বিশেষ একটি শাড়ি তারা তৈরি করে দিয়েছে, এজন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

 

আমার শাড়ি (ঢাকাই জামদানি) ও জুয়েলারি তৈরির জন্য তারা অনেক পরিশ্রম করেছেন। ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষ হতেই সাল দুবুসিতে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান ‘রেহানা মরিয়ম নূর’ ছবির কলাকুশলীদের। এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন বাঁধন।

 

দর্শকদের অভিব্যক্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, তারুণ্যনির্ভর আমাদের টিম সীমানা পেরিয়ে কিছু করতে চেয়েছিল। এই ছবিতে সততার সঙ্গে অনেক কষ্ট করে আমরা কাজ করেছি। কানে আমরা আমাদের সততার ফলাফল পাচ্ছি।

 

সাড়ে ছয় লাখ দুই গানেই

ফের ইউটিউবে আলোড়ন তুলেছেন এই প্রজন্মের গায়িকা জাকিয়া সুলতানা কর্ণিয়া। সম্প্রতি তার নিজস্ব চ্যানেলে প্রকাশিত দুটি গান বেশ ভালো সাড়া ফেলেছে।আলোচিত এ দুটি গানের মধ্যে একটি দ্বৈত গান। ‘ইচ্ছে হলে’ শীর্ষক গানটি কর্ণিয়া গেয়েছেন শেখ সাদীর সঙ্গে।

রবিউল ইসলাম জীবনের কথায় এর সুর ও সংগীত করেছেন মার্সেল। এ গানটির ভিডিওতেও কর্ণিয়া ও সাদী পারফর্ম করেছেন। এছাড়াও অয়ন চাকলাদারের সঙ্গে এ গায়িকার গাওয়া ‘মনের বায়না’ গানটি থেকেও ভালো প্রশংসা পাচ্ছেন।

Related Post:
ত্বকের জেল্লা মিলবে কয়েকটি অভ্যাসে