গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

304
gazipurnews.net

 

স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে : টঙ্গীতে অজ্ঞাত নামা এক যুবক (৩৫) এর মৃত্যু মৃতদেহ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ । মঙ্গলবার সকালে টঙ্গী ষ্টেশনরোড টেলিফোন শিল্প সংস্থা’র সামনে এ অজ্ঞাত যুবকের মৃতদেহটি উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে টেলিফোন শিল্প সংস্থা’র সামনে ফ্লাইওভারের কাজে ব্যবহৃত কম্বল এর বাজের ভিতর ওই অজ্ঞাত যুবকের লাশটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে গাড়ির  চাপায় তিনি মারা গেছেন। নিহতের গায়ে টিয়া রংয়ের জামা থাকলেও পরনে অন্য কোন কাপড় ছিল না। লাশটির মুখমন্ডল ছিন্নভিন্ন অবস্থায় আমরা উদ্ধার করি।
নিহতের নাম পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি নমুনা সংগ্রহ করেছে। পুলিশ জানায় নিহতের লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা  হয়েছে।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ, পিবিআই ও সিআইডির একাধিক দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।