ক্লাউড হোষ্টিং কি এবং কীভাবে কাজ করে?

4
ক্লাউড হোষ্টিং

প্রযুক্তি ডেস্ক : ক্লাউড হোষ্টিং এমন একটি হোস্টিং যা বিভিন্ন কম্পিউটারের সমন্বয়ে তৈরি একটি ক্লাস্টার্ড সার্ভার। এটি এমন একটি মডেল যা ভার্চুয়াল্লি ব্যবহার করার মাধ্যমে একটি ওয়েবসাইটের যাবতীয় সব রিসোর্স ভিন্ন ভিন্ন ফিজিক্যাল সার্ভারে সংরক্ষণ করে রাখা হয়।

 

ফলে একটি সার্ভার ডাউন থাকলে কিংবা ক্র্যাশ করলে, আরেকটি সার্ভার ওয়েবসাইটটিকে যাবতীয় তথ্য-উপাত্ত সাপ্লাই দিয়ে থাকে। ক্লাউড হোষ্টিং এর জন্যে একটি ক্লাউড কম্পিউটার থাকে যেখানে অন্যান্য সব কম্পিউটার-এর ডাটা সুচারুরূপে সংরক্ষণ করা হয়।

 

এটি একটি ওয়েল ব্যালেন্সড্, সর্বোচ্চ নিরাপত্তা ও পূর্ণাঙ্গ রিসোর্চ সম্বলিত সার্ভার। এক কথায় ক্লাউড হোষ্টিং হচ্ছে অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে তৈরি একটি নেটওয়ার্ক। ক্লাউড হোষ্টিং কীভাবে কাজ করে, ক্লাউড হোষ্টিং যেভাবে কাজ করে তা বোঝার জন্যে গুগল সার্চকে উদাহরণ হিসেবে নেয়া যেতে পারে।

 

আমরা যখন গুগলে কোন কিছু সার্চ দেই, সার্চ ইঞ্জিন অসংখ্য কম্পিউটারের নেটওয়ার্কে (ক্লাউড) ঢুকে সঠিক তথ্যটি নিয়ে আসে। ক্লাউড হওয়ায় এর জন্যে গুগলের সার্ভারে কোন রকম লোড পড়ে না।

 

ক্লাউড হোষ্টিংয়ের সুবিধা : যে কোন হোষ্টিং-ই কোন না কোন কারণে ডাউন হয়ে যেতে পারে। কিন্তু ক্লাউড হোষ্টিং কখনোই ডাউন হওয়ার সম্ভাবনা থাকে না। ক্লাউড হোষ্টিংয়ে ডাটা ডেলিভারী হয় অত্যন্ত দ্রুততার সঙ্গে। ফলে ক্লাউড হোষ্টিংয়ে থাকা ওয়েবাসইটের স্পিড থাকে সুপার ফাস্ট।

 

ক্লাউড হোষ্টিংয়ে যে কোন ধরণের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট হোষ্ট করা যায় যা অন্যান্য হোস্টিং সার্ভিসে হোষ্ট করা খুবই রিস্কি। ক্লাউড হোস্টিংয়ে সিডিএন সুবিধা থাকায় এখানে থাকা ওয়েবসাইট ভিজিট করলে ভিজিটরের কাছে ডাটা চলে আসে সবচেয়ে কাছাকাছি থাকা হোস্টিং সার্ভার থেকে।

 

ক্লাউড হোষ্টিং সার্ভারে থাকা ডাটা অ্যাক্সেস করা যায় পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে কোন কম্পিউটার ব্যবহার করে। ক্লাউড হোস্টিংয়ে থাকা ওয়েবসাইটের সিকিউরিটি নিয়ে বিন্দু মাত্র সংশয়ের অবকাশ থাকে না।

 

আপনি যদি কোন ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট হোষ্ট করতে চান, তবে আপনার জন্যে সবচেয়ে ভাল হবে ক্লাউড হোস্টিং ব্যবহার করা। এমনকি কোন সফট্ওয়্যার বা গেম রান করতে চাইলেও ব্যবহার করতে পারেন ক্লাউড হোষ্টিং সার্ভিস।

 

আশা করি বুঝতে পেরেছেন এটি কি, কীভাবে কাজ করে আর এর সুবিধাগুলো কী কী। ক্লাউডস হোষ্টিং নিয়ে উপরে প্রদত্ত তথ্য ইন্টারনেট থেকে সংগৃহীত সমন্বিতরূপ যা আপনাকে এক ঝলকে এ সম্পর্কে একটি ভালো ধারনা দিয়ে থাকবে।

Read more: প্রথমবারের মতো মহাকাশে ইঁদুরের ভ্রূণ বিকশিত হয়েছে