সারিকার শুটিং শুরু

 

বিনোদন প্রতিবেদক : চার মাস ঘরবন্দী সময় কাটিয়ে অবশেষে শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী সারিকা। আজ থেকে অংশ নিয়েছেন একটি খণ্ড নাটকে। এটি পরিচালনা করছেন তপু খান। সারিকা বলেন, নিরাপত্তার কথা ভেবে এতদিন কাজে ফিরিনি।

Make the trade

 

তবে গত মাসেই কাজে ফেরার ইচ্ছা ছিল। কিন্তু আমার বাবা করোনায় আক্রান্ত হওয়ায় সেটি পারিনি। বাবা এখন পুরোপুরি সুস্থ। বাসার অন্য সবাইও সুস্থ আছেন। তাই চিন্তা করলাম এখন কাজ শুরু করা যায়। এখন পর্যন্ত পাঁচটি ঈদের নাটকের সিডিউল দিয়েছি। তবে পরিস্থিতির ওপর সব নির্ভর করছে।

 

প্রয়োজন মনে করলে কাজের সংখ্যা কমাতেও পারি। তিনি আরও বলেন, ঘরবন্দী এই সময়টা সন্তানকে নিয়েই কেটেছে। বাসার কাজ করেছি। অনেক ছবি দেখেছি। দোয়া করেছি যেন করোনা পরিস্থিতি দ্রুত শেষ হয়।

 

কারণ এর ফলে অনেক মানুষ খারাপ অবস্থার মধ্যে পরে গেছে। আমাদের দেশে এখনও করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সব কিছুই থমকে আছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষেরা বিপদে পরেছে বেশি৷ তাই সবারই উচিত এসব মানুষের পাশে দাড়ানো।