লিভারপুলের নতুন মাইলফলক

স্পোর্টস ডেস্ক : লিভারপুল বড় জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। অ্যানফিল্ডে অল রেডরা ৩-০ গোলে হারিয়েছে লেস্টার সিটিকে। মাত্র ১২ মিনিটে ম্যাচে আত্মঘাতী গোল করে বসেন লেস্টার ডিফেন্ডার জনাথন ইভান্স। অন্যদিকে ৪১ মিনিটে ব্যবধান দাড়ায় ২-০, রবার্টসনের অ্যাসিস্টে গোল করেন দিয়োগো জটা।

রবার্তো ফিরমিনিয়ো ৮৬ মিনিটে লেস্টার কফিনে শেষ পেড়েক ঠুকে দেন, ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে ইয়োর্গেন ক্লপের দল। অন্য ম্যাচে লিডসের সঙ্গে গোল শুন্য ড্র করেছে আর্সেনাল।

প্রথম ৪ ম্যাচে লিভারপুলের কোনো খেলোয়াড় ঘরের মাঠে গোল করতে পারেননি এর আগে। লিভারপুল ৯ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট অর্জন করেছে। টটেনহ্যাম হটস্পার সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে। চেলসি ১৮ পয়েন্ট নিয়ে তিনে ও লেস্টার আছে চারে।