লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর অর্থ বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসকগণের অনুকূলে এ সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Make the trade

প্রসঙ্গত গত বছর দেশে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিলে সারা দেশে লকডাউন শুরু হয়। পরবর্তীতে তা সাধারণ ছুটি হিসেবে বাড়তে থাকে। ধাপে ধাপে ছুটি বাড়তে থাকে। এ সময় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যা জিডিপির প্রায় ২ দশমিক ৫২ শতাংশ ছিল।