রাজকে উষ্ণ শুভেচ্ছা শুভশ্রীর

 

 

Make the trade

বিনোদন ডেস্ক : আজকের দিনটা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর কাছে একটু বেশিই স্পেশাল। কারণ, আজ তার স্বামী অর্থাৎ পরিচালক রাজ চক্রবর্তী জন্মদিন। নিজের ভালবাসার মানুষকে তাই একটু অন্যরকম ভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ‘পরিণীতা’ খ্যাত এই অভিনেত্রী।

 

ঠোঁটে ঠোঁট রেখে উষ্ণ আদরের ছোঁয়ায় বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তুলেছেন শুভশ্রী। ঘনিষ্ঠ সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম পেজে। ভালোবাসা ভরা সেই পোস্টে তিনি লিখেছেন, ‘তুমি আমার সূর্যরশ্মি, আমার চাঁদ, আমার আশা, আমার স্বপ্ন, আমার ভাল বন্ধু, আমার ভালবাসা এবং আমার সন্তানের বাবা। তোমাকে সব থেকে বেশি ভালবাসি। শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা।’

 

ঘরে নতুন সদস্য আসার পর এটাই ‘বাবা’ রাজের প্রথম জন্মদিন। রাজ জানিয়েছেন, স্পেশালএই দিনটায় স্ত্রী শুভশ্রীর থেকেও পেয়েছেন অভিনব এক উপহার। তিনি বলেছেন, ‘শুভশ্রী একটা নতুন কনসেপ্টে বই তৈরি করে উপহার দিয়েছে। যেটায় ওর নিজস্ব ক্রিয়েটিভি রয়েছে। যে বইয়ে রাজ চক্রবর্তী কেমন, শুভশ্রীর মনে কীরকম অনুভূতি, সেই সব কিছু লিখে উপহার দিয়েছে।’