ভিকির সঙ্গে প্রথমবারের মত সারা

বিনোদন ডেস্ক : প্রথমবারের মত বলিউড সেনসেশন সারা আলি খান জুটি বাঁধতে চলেছেন ভিকি কৌশালের সঙ্গে। আদিত্য ধর পরিচালিত ‘দি ইমমর্টাল অশ্বত্থামা’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদেরকে।

যদিও এই সিনেমার ঘোষণা এসেছিল এক বছর আগে। তখন নির্মাতা জানিয়েছিলেন, প্রধান চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। এবার জানা গেলো ভিকির নায়িকা হচ্ছেন সারা।

Make the trade

তবে ছবিটির জন্য এখনও চুক্তিবদ্ধ হননি সারা। আগামী বছরের এপ্রিলে শুরু হবে ছবিটির শুটিং। অশ্বত্থামাকে নিয়ে তিন ভাগে হবে এই কাহিনি, মূল আধার মহাভারত। সারা আর ভিকি দু’জনেরই হাতেই এখন অনেক ছবি।

সারার সামনে রয়েছে আনন্দ এল রাইয়ের প্রজেক্ট ‘অতরঙ্গি রে’। ভিকির হাতে উধম সিংহের বায়োপিক, মানেকশয়ের বায়োপিক, ‘তখত’। অভিনেতা এই মুহূর্তে মানুষী ছিল্লরের সঙ্গে যশ রাজ ফিল্মসের একটি কমেডি ছবির শুটিং করছেন।