বিয়ের জন্য পাত্র খুঁজছেন সিমলা!

 

 

Make the trade

বিনোদন ডেস্ক : সিনেমায় গেল পাঁচ বছর ধরে অনিয়মিত এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সিমলা। নব্বইয়ের শেষদিকে ‘ম্যাডাম ফুলি’ সিনেমা দিয়ে ঢালিউডে যাত্রা শুরু তার। প্রথম সিনেমা দিয়েই দর্শক মাতিয়েছিলেন। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু তারপর সে সাফল্যের খুব একটা ধারাবাহিকতা দেখা যায়নি।

 

সর্বশেষ কাজ করেছিলেন ‘নিষিদ্ধ প্রেম’ নামের একটি সিনেমায়। গেল বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই আলোচনায় চলে আসেন এই নায়িকা। বিমান ছিনতাইয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে আলোচনার মধ্যমণি হয়ে গিয়েছিলেন।

 

এ ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিটি নিজেকে সিমলার স্বামী দাবি করেন। পড়ে অবশ্য সেটির আইনি সমাধানও হয়েছিল। এবার এই নায়িকা নিজের মনের মধ্যে জমে থাকা কথা শেয়ার করলেন গণমাধ্যমে। তিনি জানালেন, বিয়ে করে সংসারী হতে চান তিনি।

 

এখন পাত্র খোঁজা হচ্ছে। মনের মতো পাত্র পেলেই বিয়ের কাজটি সেরে নিতে চান। প্রায় অনেকদিন ধরেই মুম্বাইতে বসবাস করছিলেন এই নায়িকা। গত মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসেন তিনি। এখন রাজধানীর মালিবাগের একটি বাসায় ভাড়া থাকেন বলেও জানান তিনি।