ফের বলিউডে ফিরছেন সোনাক্ষী!

 

 

Make the trade

বিনোদন ডেস্ক : দাবাং ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন সোনাক্ষী সিনহা। এরপর ‘দাবাং’ সিনেমা মুক্তির অনেকটা সময় পেরিয়েছে। অনেক সময় পার হলেও আর পর্দায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। তবে এবার ফিরছেন বলিউডের এই লাস্যময়ী।

 

শুরু করতে যাচ্ছেন তার নতুন ওয়েব সিরিজ। ভারতের সংবাদমাধ্যম জানায়, করোনার আগেই রিমা কাগতির ‘ফ্যালেন’ নামের ওয়েব সিরিজটিতে কাজ করবেন বলে সম্মতি দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। করোনার কারণে লকডাউন হওয়ায় শুটিং বন্ধ থাকে।

 

চলতি বছরের ডিসেম্বরে রাজস্থানে শুরু হতে যাচ্ছে এই ওয়েব সিরিজটির শুটিং। ক্রাইম–থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করবেন সোনাক্ষী। নিয়ে আসছেন নতুন চ্যালেঞ্জ।

 

অন্যান্যদের মধ্যে থাকবেন গাল্লি বয় খ্যাত বিজয় ভার্মা, গুলশান দেওয়াইয়া, সোহুম শাহসহ অনেকে। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে এক্সেল মুভিজ ও টাইগার বেবি ফিল্মস প্রযোজিত ‘ফ্যালেন’ সিরিজটি সামনের বছর মাঝামাঝি সময়ে অবমুক্ত হবে।