ফটোশুটে পায়েলের ঝড়!

বিনোদন ডেস্ক : এখন প্রায় সময়ই ফটোশুটে খোলামেলা দেখা যায় ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারকে। শুটিংয়ের বাইরে এখন ছবি তোলা নিয়েই ব্যস্ত থাকতে দেখা যায় তাকে।

সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেই নেটিজেনদের নানান মন্তব্যে ছেয়ে যায় সেই পোস্ট সম্প্রতি নতুন কিছু ছবি পোস্ট করেছেন এই নায়িকা। হাজির হয়েছেন একদম বোল্ড লুকে। ঝড় তুলেছেন সেইসব ছবিতে।

Make the trade

ছবিতে দেখা যায়, চুল সাইড পার্ট করে, ‘শর্ট হেয়ার স্টাইল’ লুকে ধরা দিয়েছেন পায়েল। সঙ্গে মেকাআপ ও ঠোঁটে গাঢ় লিপস্টিক, কালে ঝোলা দুলে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পায়েলের পোশাকে নজর কাড়ছে সোনালি রঙের বেল্ট ও পায়ে কালো স্টিলেটো।

শহরের একটি পাঁচতারা হোটেলের সুইমিং পুলের সামনে এই ফটোশ্যুট করেছেন পায়েল সরকার। অভিনেত্রী পোস্ট করা ফটোশ্যুটে ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়েছে। তবে এটাই প্রথম নয়, এর আগেও কালো বিকিনিতে এই ফটোশুটে ছবি পোস্ট করে নজর কেড়েছিলেন পায়েল।