
বিনোদন ডেস্ক : যেন এখন বেশ উড়ন্ত সময় পার করছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। মা হওয়ার পর থেকে তার মধ্যে এক অন্যরকম আমেজ দেখা যাচ্ছে। শীতের এই কনকনে হাওয়াতেও থেমে নেই তার ঘুরে বেড়ানো। স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে শহরের এদিকে-ওদিকে ঘুরে বেড়ানো, পার্টি করা; কোনোকিছুই বাদ রাখছেন না তিনি।
এই সময়ে ঘরে মন টিকে না বলেই হয়তো বাইরে বেড়িয়ে পড়লেন টলিউডের মোস্ট হট অ্যান্ড হ্যাপেনিং কাপল রাজ এবং শুভশ্রী। রাজকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন এই টলি সুন্দরী।
শুভশ্রী তাদের আউটিংয়ের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সেখানে অসাধারণ এক পোশাকে দেখা গিয়েছে টলি নায়িকাকে। নায়িকার উছলে পড়া গ্ল্যামার নেটিজেনদের যেন ঈর্ষান্বিত করে তুলছে।
শুভশ্রী এদিন পড়েছিলেন একটি সাদা আউটফিট। খোলা চুল, নামী ব্র্যান্ডের ব্যাগ। নিজেদের গাড়ির সামনে পোজ দেন তিনি। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্যাপশনে শুভশ্রী লেখেন ‘decembering’। অর্থাৎ ডিসেম্বরকে ছুটিয়ে উপভোগ করছেন তারা।
এদিন খুব সম্ভব পদ্মনাভ দাশগুপ্তের বাড়িতে গিয়েছিলেন এই লাভ বার্ডস। রাজ এবং শুভশ্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাদের দু’জনের পাশাপাশি দেখা গিয়েছে সস্ত্রীক পদ্মনাভ এবং রুদ্রনীলকেও।