দীপিকার বদলে সেই বায়োপিকে পরিণীতি

বিনোদন ডেস্ক : ভারতের বিখ্যাত খেলোয়াড় সাইনা নেহওয়াল, তার জীবনী নিয়ে এবার নির্মিত হচ্ছে সিনেমা। সেই বায়োপিকে অভিনয়ের জন্য সাইনা চেয়েছিলেন দীপিকা পাড়ুকোনকে। কারণ বলিউডে অভিষেকের আগে দীপিকা ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন।

তার বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়ও ছিলেন। কিন্তু দীপিকা পাড়ুকোন অনেক বেশি পারিশ্রমিক চাওয়ায় তাকে নিয়ে কাজটির পরিকল্পনা বাতিল করতে হয়। দীপিকার পরিবর্তে এখন সেই সিনেমায় অভিনয় করছেন পরিণীতি চোপড়া।

এরই মধ্যে এই চরিত্রে অভিনয়ের জন্য পরিণীতি চোপড়া নিয়মিত ব্যাডমিন্টন কোর্টে ঘাম ঝরাচ্ছেন। নিয়মিত জিম, ডায়েটসহ নানা কিছু করেছেন। সম্প্রতি খ্যাতিমান ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের জীবনীচিত্র নিয়ে নির্মিত ছবিটির ফার্স্টলুক প্রকাশ হয়েছে। ছবিটির প্রথম ঝলক প্রকাশ করেছেন সাইনা নিজেই।

সাইনারূপী পরিণীতির ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইনা লিখেছেন- তোমাকে একদম আমার মতো দেখাচ্ছে পরিণীতি চোপড়া, দারুণ। শুধু লুক নয়, সাইনার প্রকাশ করা সেই ছবিতে পরিণীতির অভিব্যক্তি পছন্দ করেছেন সবাই।