কানাডায় পাড়ি জমাচ্ছেন তমা মির্জা

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগেই চিত্রনায়িকা তমা মির্জার বিবাহ বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। এমন খবরে শুধু অবাক না, বেশ বিব্রতই হন এই নায়িকা। কারণ, পুরোটাই গুজব। কেউ তার ও তার স্বামীর আইডি হ্যাক করে সেখানে এক পোস্টে বিচ্ছেদের এমন খবর প্রচার কবে।

পরে আইডি উদ্ধার করে বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন তমা মির্জা। বিয়ের পর থেকে তাদের মধ্যে বেশ ভালো সময় কাটছে বলে জানান এই নায়িকা। তিনি জানান, খুব শিগগিরই দেশ ছেড়ে কানাডায় স্থায়ী হতে যাচ্ছেন। এ লক্ষ্যে প্রস্তুতিও শুরু করেছেন।

দেড় বছর আগে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতীর সঙ্গে তমার বিয়ে হয়। এরপর থেকেই কানাডায় পাড়ি দেয়ার পরিকল্পনা শুরু করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা। তমা মির্জা বলেন, ‘বিয়ের পর থেকেই প্রস্তুতি নিচ্ছি কানাডা যাওয়ার; কিন্তু নানা কারণে বিলম্ব হচ্ছে।

করোনাকাল শুরু হওয়ায় পুরো প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়। করোনায় আমিও আক্রান্ত হয়েছিলাম, এখন সুস্থ আছি। কিছুদিন আগে আমার শাশুড়ি মারা গেলেন। তখন আমার স্বামী ঢাকায় আসেন। ইচ্ছা ছিল নভেম্বরের প্রথম সপ্তাহেই যাওয়ার; কিন্তু কানাডায় করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সে দেশে শুধু পাসপোর্টধারীরাই যেতে পারবে।

তবে আমার স্বামীর কারণে হয়তো আমিও যেতে পারব। তাই আগামী জানুয়ারিতেই যাওয়ার পরিকল্পনা করেছি।’ বর্তমানে তোমার হাতে রয়েছে তিনটি ছবির কাজ। এর মধ্যে শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’ ছবির শুটিং শেষ, ডাবিংয়ের কাজ বাকি আছে। এছাড়া শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপকাহিনী’ এবং আরিফুজ্জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবি দুটির শুটিং অর্ধেক বাকি আছে।