এখনো ডিভোর্সের নোটিশ পাননি নুসরাত

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের সংসারে ভাঙনের সুর শোনা যাচ্ছিল। এবার যেনো সেই অভিযোগ সত্যতার দিকে এগুচ্ছে। চলতি সপ্তাহেই নুসরাত জাহানকে নোটিশ পাঠিয়েছেন তার স্বামী নিখিল জৈন।

তবে নুসরাত জাহান কোনো নোটিশ পাননি বলে দাবি করেছেন। এমনকি নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্যটিও ভুয়া বলে দাবি করেছেন। এদিকে ডিভোর্স প্রসঙ্গে জানতে চাইলে ভারতীয় গণমাধ্যমকে নিখিল জৈন জানান, এই বিষয়ে এখনই কিছু বলতে চান না।

Make the trade

যা বলার তিনি পরে বলবেন। প্রসঙ্গত, ২০১৯ সালের শুরু দিকে বেশ আলোচনায় ছিলেন নুসরাত-নিখিল। শোনা যায়, বছর দেড়েক আগে নিখিলের সঙ্গে বিবাদের কারণে মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন নুসরাত।