অমৃতা রাও মা হলেন

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই পর্দায় নেই একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা রাও। নিজেকে গুটিয়ে নিয়েছেন অনেক আগেই। স্বামী, সংসার নিয়ে বেশ ভালোই আছেন। কিছুদিন আগেই জানিয়েছিলেন মা হতে চলেছেন এই বলিউড অভিনেত্রী। অবশেষে রোববার সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

অপারেশনের সময় সঙ্গে ছিলেন স্বামী আর জে আনমোল। মা ও ছেলে দুজনই এখন সুস্থ। ২০১৬ সালে আর জে আনমোলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ নায়িকা। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে ক্যামেরা এড়িয়ে চলেছেন অমৃতা।

Make the trade

২০০২ সালে ‘অব কে বরস’ ছবি দিয়ে তিনি ক্যারিয়ার শুরু করেন। তারপর ‘ইশক ভিশক’, ‘ম্যায় হু না’, ‘বিবাহ’-র মতো হিট ছবি দিয়ে বলিউডে নিজের অবস্থান শক্ত করে নেন অমৃতা। তারপরেই ধীরে ধীরে নিম্নগামী হয় নায়িকার ক্যারিয়ার গ্রাফ। গত বছর ‘ঠাকরে’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে দেখা যায় তাকে।